তুমি সেই নারী

 তুমি সেই নারী


তুমি সেই নারী,

যার চোখে লুকানো স্বপ্নের আকাশ।

যার হাসিতে জ্বলে ওঠে ভোরের আলো,

দুঃখের মাঝেও থাকে উজ্জ্বল আশার প্রতিচ্ছবি।


তুমি সেই নারী,

যার হৃদয়ে ঢেউ তোলে সৃষ্টির গান।

যার স্পর্শে বাঁচে মৃতপ্রায় জীবন,

যার ভালোবাসা খুঁজে পায় দিকহারা পথ।


তুমি সেই নারী,

যে আঁধারে আলো জ্বালায়,

ঝড়ের রাতে আশ্রয় হয়ে দাঁড়ায়।

তুমি সাহস, তুমি শক্তি, তুমি আশার প্রদীপ।


তুমি সেই নারী,

যার নামেই শুরুর গল্প,

যার ছোঁয়াতেই পূর্ণতা পায় জীবন।

তুমি কেবল একজন নও,

তুমি যুগান্তরের প্রতিমা।


No comments:

Post a Comment

last dream

  স্বপ্নের শেষ নিস্তব্ধ রাত্রির শেষে , ভোরের আলো ম্লান , কর্মহীন পশ্চিমবঙ্গ, স্বপ্ন গুলো খান খান। আকাশে উড়ছে ধূলা , হতাশার ঝড়ে ...