পরাধীন আমরা

 পরাধীন আমরা

 

স্বাধীন দেশের বুকে তবু,

আমরা কেন বঞ্চিত?

অধিকার কি আজো আমাদের,

হয়নি পূর্ণ প্রতিষ্ঠিত?

 

দুঃখের ছায়া আঁকা আমাদের চোখে,

স্বপ্নগুলো হারায় বুকে

অধিকার শুধু শব্দ হয়ে থাকে,

মনের ক্যানভাসে আঁকা রূপকে ঘিরে

 

শিক্ষা চায়, মুক্তি চায়,

চায় না বন্দি জীবন

চায় দাঁড়াতে সমকক্ষতায়,

মানুষের পরিচয়ে আপন

 

তবু সমাজের কণ্ঠে বাজে,

তুমি নারী, সীমা মানো

স্বাধীনতায় শৃঙ্খল পরিয়ে,

নিয়মের বন্ধন জানো

 

কখন আসবে সেই ভোর,

যখন আমরা হবে মুক্ত?

স্বাধীন দেশে, আমাদের জীবনও,

হবে পরিপূর্ণ

 

মৃণাল কান্তি বেরা

No comments:

Post a Comment

last dream

  স্বপ্নের শেষ নিস্তব্ধ রাত্রির শেষে , ভোরের আলো ম্লান , কর্মহীন পশ্চিমবঙ্গ, স্বপ্ন গুলো খান খান। আকাশে উড়ছে ধূলা , হতাশার ঝড়ে ...